মানবতা
লিখেছেন লিখেছেন জহির উল হক ০৯ জুন, ২০১৩, ১০:৩৫:৪০ রাত
স্কুল কলেজ পর্যায়ে আমরা সবাই একটা বিষয়ে বাংলা-ইংরেজীতে প্রবন্ধ লিখে তা হল 'আমার জীবনের লক্ষ্য '। আমরা প্রায় সবাই লিখি ,আমি ডাক্তার হব ।তারপর গ্রামে চলে গিয়ে আর্ত মানবতার সেবা করব ।অত্যন্ত হৃদয় বিদারক ভাবে তুলে ধরি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা । কিন্তু যদি এক সময় আমরা হই ডাক্তার তবে কয়জনে সেই কথা গুলো মনে রাখব ?
জীবনের ক্রুড বাস্তবতা কাকে বলে তা জানতে হলে সরকারী মেড়িকেল কলেজ গুলোতে গেলেই হবে ।এখানে মানুষ আসে ভাল হওয়ার আশায় ।শত দুঃখের কাহিনী গেঁথে থাকে প্রতিটি রোগী ও রোগীর স্বজনদের ।সেখানে কেউ শখের বশে আসে না । জীবন মরণ প্রশ্ন সব সিরিয়াস রোগীর ।সেখানে যদি দায়িত্বরত ডাক্তার ও কর্মচারী গুলো নিজেদের দায়িত্ব পালনে অবহেলা করে , তখন সাধারণ রোগী কী অবস্থা হবে ।
আমার বাবার অসুখ হওয়ার কারণে মেড়িকেল কলেজে যাওয়া আসা করতে হয় ।আমার বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় কিছু অতিরিক্ত সুবিধা আমরা পেয়েছি ।কিন্তু সাধারণ রোগী গুলোর কষ্ট দেখলে হৃদয়টা কেঁপে উঠে ।এখানে সুইপার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের ডাক্তার গুলো রোগীর উপর ক্ষমতা দেখায় ।কি জন্য দেখায় তারাই ভাল জানে ।
এই রকম কিছু ঘটনা সম্পর্কে লিখতেছি ।
ঘটনা :-১) সেইদিন এক রোগীর স্যালাইন কি একটা কারণে বন্ধ হয়ে দেহ থেকে রক্ত উঠে আসছিল ।রোগীর আত্মীয় কর্তব্যরত নার্সের সাহায্য নিতে গেলে নার্স আসেনি ।উপায়ন্তর না দেখে রোগীর আত্মীয় বিষয়টি আমাকে জানান ।আমি স্যালাইনটি একদম বন্ধ করে দিই ।কিছুক্ষণ পর দেখি এক ইন্টার্নির ডাক্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল ।উনাকে বিষয়টি আমি অবহিত করলে উনি সেটি এবয়েড করেন এবং আমাকে নার্সের সাহায্য নিতে বললেন ।হতে পারে সেটি তাদের কর্ম ব্যবস্থাপনা তাই বলে একটু সমস্যাটা ঠিক করে দিলে তো আর তার জাত যেত না ।তাদেরকে সরকার কী বেতন দিচ্ছে না ।আর নার্স গুলো অবস্থা দেখেন ।ওদের ভাব দেখলে মনে হয় কোন রাজনৈতিক দলের সমাবেশে বসে আছি ।শুধু পাওয়ার দেখাতে ব্যস্ত ।রোগীটা ছিল সিরিয়াস ।মাত্র দুই এক দিন আগে অপারেশন করা হয়েছে এবং রোগীর অভিবাবক একটু সরল মনের ।তাই হয়তো সে গুরুত্ব পাচ্ছে না ।
সবাই কিন্তু ঐ টাকালোভী ডাক্তারে মত নয় ।মানবতা এখনো আছে ।আর তা আমারা দেখেছি এনাম মেড়িকেলের ডাক্তারদের মাঝে ।একটা বেসরকারী মেড়িকেল হয়েও তারা সাভার ট্র্যাজেড়িতে মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।তা সত্যি ভুলার নয় ।যার ভেতর মানবতা আছে সে স্বইচ্ছায় মানব সেবা করবে আর যার ভেতর মানবতা নাই সে সরকারী টাকা খেয়েও দায়িত্ব পালনে অবহেলা করবে ।
এর চেয়ে অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটে চলছে যা আমার কিনবা আপনার দৃষ্টির অগোচরে থেকে যাচ্ছে ।
ঘটনা :- ২) উপরে উঠার জন্য লিফ্ট ব্যবহারে দেখলাম আর এক ক্ষমতার অপব্যবহার ।লিফ্ট চালক কোন মতে এক বয়স্ক লোককে লিফ্টে নিচ্ছে না ।উনার সাথে কিছু মহিলাও ছিল ।মহিলা গুলোকে লিফটে নিলেও বৃদ্ধ লোকটিকে নেয় নি লিফ্ট চালক।কেন নেয় নি জানেন ,কিছু টাকা আদায়ের জন্য ।অগত্য তিনি হয়ত হেটে উঠবেন এবং নিজেই অসুস্থ হয়ে যেতে পারেন ।আর আমাকে কোন হয়রানি করেনি ।যদিও আমি বৃদ্ধ লোকটির তুলনায় সন্দেহজনক ,কারণ আমার হাতে ছিল বোমা সদৃশ একটা বস্তু ।মজার বিষয় হচ্ছে লিফ্ট চালক আমাকে চিকিৎসক ভেবেছেন ।দেখুন অবস্থা ।
বিষয় গুলো সামান্য তুচ্ছ মনে হলে যে এই রকম হয়রানীর শিকার তাদের কষ্ট একবার ভেবে দেখুন ।
ঘটনা :-৩) এই সেই দিন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন ইনটার্নির ডাক্তারকে গুরতর আঘাত করে প্রতিপক্ষ দল ।ফলে ইনটার্নির ডাক্তাররা কর্ম বিরতী ঘোষণা করে ।আর তাতেই সিরিয়াস রোগীরা পড়ে যান বেকায়দায় ।এরা কেমন ডাক্তার যারা মারামারি করে ।ডাক্তারদের কাছে আমরা এই রকম কিছু আশা করিনা ।অন্তত মেড়িকেল সেক্টরটাকে রাজনীতি মুক্ত রাখা যায় না ! যেটার উপর নির্ভর করে জনগণের চিকিৎসা ব্যবস্থা । ৭১ এর পরে ছাত্র রাজনীতি করে কী দেশের কোন সমস্যা সমাধান হয়েছে ।বরং আরো সমস্যা বেড়েছে ।যাক সেদিকে আর না যায় ।
এই যে এত্ত এত্ত সমস্যা গুলো যদি আমি মেড়িকেল কলেজের অভিযোগ বক্সে অভিযোগ করি তাহলে কী সেই অভিযোগের কোন সুরাহা পাব ।
আর ডাক্তার ভাইদের বলি কয়েক জনের জন্য আপনাদের ইমেজটা যেন নষ্ট না হয় , সেদিকে লক্ষ্য রাখবেন ।যতটা সম্ভব রোগীদের প্রতি কর্তব্যটা সুন্দরভাবে পালন করুন ।
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন